Monday, November 3, 2025
HomeSylhetEdufix এর নতুন ব্রাঞ্চ উদ্ভোধন হলো সিলেটে।

Edufix এর নতুন ব্রাঞ্চ উদ্ভোধন হলো সিলেটে।

সিলেটে স্টুডেন্ট ভিসা পরামর্শক প্রতিষ্ঠান Edufix এর নতুন অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে চৌহাট্টাস্থ মানরু শপিং সিটি ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য মুরব্বী ও বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব জনাব আব্দুল জলিল,
ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি জনাব শাহীন আহমদ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি জনাব ইসলাম রেজাউল,
সাবেক সিলেট জেলা শিবির সভাপতি জনাবএস. এম. মনোয়ার,
২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব সোহেল রানা,
২৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব জাবেদ আহমদ,
যুব নেতা জনাব মুহাম্মদ সাইফুল সফে,
সাবেক ছাত্রনেতা জনাব শিপু আহমদ ও জনাব তোয়েল আহমদসহ অন্যান‌্য অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা Edufix সিলেট ব্রাঞ্চ-এর কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে প্রতিষ্ঠানটির অব্যাহত সফলতা কামনা করেন।

📍 অফিসের ঠিকানা:
Room No. 357-360, 2nd Floor, Manru Shopping City, Chowhatta, Sylhet

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট