Monday, September 8, 2025
HomeSylhetসিলেট-১ আসনে খেলাফত মজলিসের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত….

সিলেট-১ আসনে খেলাফত মজলিসের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত….

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মমনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সমর্থনে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে গঠিত নির্বাচন সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা গতকাল ১৭ আগস্ট রবিবার রাত অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শাহ আশিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অথিতির বক্তব্য রাখেন
সিলেট-১ আসনের মনোনীত প্রার্থী ও সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান।

সভায় সিলেট-১ আসনের সংগঠনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং আগামী ২২ আগস্ট ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর ইউনাইটেড সেন্টারে তৃণমূল দায়িত্বশীল সমাবেশ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান তাপাদার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, হাফিজ মাওলানা মনজুরে মাওলা, মাওলানা এ.কে.এম রফিকুজ্জামান, মাস্টার ফয়সল আহমদ, মাওলানা আব্দুর রহীম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট