Monday, July 7, 2025
HomeSylhetস্টোন ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবীতে   ধোপাগুল পাথর ব্যবসায়ী...

স্টোন ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবীতে   ধোপাগুল পাথর ব্যবসায়ী সমিতির জেলা প্রশাসকের  নিকট স্মারকলিপি

সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের নির্দেশে গঠিত টাস্কফোর্স কর্তৃক ধোপাগুল এলাকায় অবস্থিত স্টোন ক্রাশার মিশিন সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  করে দেয়া হয়। এর ফলে উক্ত এলাকার কয়েক হাজার শ্রমিক ব্যবসায়ী মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। স্টোন ক্রাশার বন্ধ হয়ে পড়ায় এ পেশায় নির্ভরশীল মানুষেরা চরম দূর্দশায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় এ অঞ্চলের মানুষের রোজগারস্থল স্টোন ক্রাশার সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সেগুলো চালুর দাবিতে ২৯ জুন রবিবার ধোপাগুল স্টোন ক্রাশার মালিক ও পাথর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ব্যাসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেনের নেতৃত্ব সমিতির নেতৃবৃন্দ  এ স্মারকলিপি জেলাপ্রশাসকের নিকট হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধোপাগুল এলাকায় যুগযুগ ধরে  সরকারের নিয়ম মেনে স্টোন ক্রাশার স্থাপন করে ব্যবসায়িরা ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছেন। এসব স্টোনক্রাশারে হাজার হাজার দিনমজুর শ্রমিক কাজ করে তাদের দৈনন্দিন জীবীকা নির্বাহ করে আসছেন। কথিত পরিবেশ বিনষ্টের অজুহাতে এইসব ক্রাশার মিশিন এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে মিশিনগুলো অকেজো হয়ে পড়ে।  এর ফলে কর্ম হারিয়ে হাজারো মানুষ মারাত্মক সংকটে নিপতিত হয়েছেন। এলাকায় দেখা দিয়েছে বেকারত্ব। স্মারকলিপিতে এহেন সংকটাপন্ন অবস্থা থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে রক্ষায় অবিলম্বে স্টোনক্রাশার মেশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন  করে সেগুলো চালু করর দাবী জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শাব্বির আহমদ, সৈয়দ মুকসেদুর রহমান আবদুল মতিন, রাজন আহমদ, মামুন ভূইয়া,শাহীন মিয়া প্রমুখ। পরে ব্যবসায়ী প্রতিনিধিরা  সিলেটের বিদ্যুৎ ও বিতরন বিভাগের প্রধান প্রকৌশলী,  তত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর সাথে স্বাক্ষাত করেন এবং ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবী জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট