Friday, July 11, 2025
Homeজাতীয়স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে কারাবন্দি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পক্ষে উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান আদালতে এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করে স্থাবর ও অস্থাবর সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। এতে অনুসন্ধান কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় তার বিদেশ যাত্রা নিষিদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট