Sunday, September 7, 2025
HomeSylhet"সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়" -মাওলানা তাজুল ইসলাম হাসান

“সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়” -মাওলানা তাজুল ইসলাম হাসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেছেন, যাদের মধ্যে সততা ও আমানতদারিতা নেই তাদের কাছে শ্রমিকদের মর্যাদার কোন মূল্য নেই। খেটে খাওয়া মেহনতি মানুষেরা আজ অধিকার বঞ্চিত। শাসনের নামে শ্রমিকদের বিভিন্ন ভাবে শোষণ করা হচ্ছে। সৎ নেতৃত্ব ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। যাবতীয় শোষণ বঞ্চনা থেকে মুক্তির জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সহুল আহমদের পরিচালনায় আজ ৩১ আগস্ট, রবিবার নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা  মনজুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, মহানগর শ্রমিক মজলিসের সহসাধারণ সম্পাদক গুলজার হোসেন দোলন, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রায়হান আহমদ, শ্রমিক মজলিস সিলেট সদর উপজেলা সভাপতি ডাঃ এনামুল হক, যুব মজলিস সদর উপজেলা সহসভাপতি মাওলানা মোস্তাক আহমদ জালালাবাদী প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট