গত ৩১-০৭-২০২৫ তারিখ কবিরহাট উপজেলা ৫ নং ধানশাকিল ইউনিয়ন জনতা বাজার অঞ্চলে নোমান সিদ্দিক কে পরিকল্পিত ভাবে তার দাদি,সৎ মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা পরিকল্পিত ও ঐক্যবদ্ধভাবে হ-ত্যা করার অভিযোগ উঠেছে।
নোমান তার আপন মায়ের কাছে চট্টগ্রাম থাকে।কিন্তু কিছুদিন আগে তাঁর বাবা প্রবাসী মোঃ নওশাদ আলী নোমান কে বিদেশে নেওয়ার জন্য ১০,০০০ হাজার টাকা পাঠায় যাতে নোমান পাসপোর্ট বানায়, পরে সেই তাঁর দাদার বাড়িতে আসে।
যানা যায় গত ৩০-০৭-২০২৫ তারিখে তার সৎ মা নোমান এর সাথে ঝগড়া করে একপর্যায়ে তারা সমাজের লোক জন নিয়ে গিয়ে তাঁকে মার-ধর করে। এর আগেও নোমান তাঁর দাদার বাড়িতে গেলে তার সৎ মা তাঁর সাথে ঝগড়া করতো, কিন্তু তার ছোট ভাই নাসের কে দেখার জন্য সেই যেতে বাধ্য হতো। কিন্তু গত ৩১-০৭-২০২৫ রাতে তার পরিবার তার সাথে পূর্বের ন্যায় ঝগড়া করে এবং সামাজিক ব্যাক্তিরাসহ মার-ধর করে এর পরের কোনো ঘটনা আমরা ঘটনাস্থলে না থাকায় জানতে পারিনি কিন্তু তারা রাতে হ-ত্যা করে ফাঁ-শি দিয়ে ঝুলিয়ে রেখে নতুন নাটক সাজিয়েছে।
তার মৃ-ত্যুর খবর পরিবার কে না জানিয়ে রাতারাতি তারা স্থানীয় সালিশ বাণিজ্য করা ব্যাক্তিদের টাকা দিয়ে সবকিছু মিটমাট করার চেষ্টা করেছে। পরবর্তী তে এক প্রতিবেশির মাধ্যমে আমাদের কাছে খবর আসে তারা নোমান সিদ্দিক কে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।
দুঃখ জনক হলেও সত্যি আজ ৮ দিন হয়ে গেলেও কবিরহাট থানা একজন আসামী গ্রেপ্তার দূরের কথা থানায় এনে জিজ্ঞাসাবাদও করেনি। প্রসাশনের এমন নিরব ভূমিকা এবং মামলা নিতে ডিমোটিভেট করায় কবিরহাট থানার দায়িত্বরত পুলিশ অফিসার বুকিং হয়ে যাওয়ার বিষয়টি সন্দিহান লাগছে। আমি সমাজ এবং প্রসাশনের কাছে নোমান হ-ত্যার সুষ্ঠু বিচার চাই।