Thursday, July 24, 2025
Homeসর্বশেষহতাহতের সংখ্যা গোপন করার ‘প্রয়োজন নেই সরকারের’: প্রেস সচিব

হতাহতের সংখ্যা গোপন করার ‘প্রয়োজন নেই সরকারের’: প্রেস সচিব

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করার কোনো ‘প্রয়োজন বা উদ্দেশ্য সরকারের নেই’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশে কোনো বড় দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা ‘গোপন রাখা বাস্তবিক অর্থেই অসম্ভব’। দুই দশকেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেন তিনি।

ঘটনার পর নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে বিভিন্ন মহলে চাপ সৃষ্টি হয়। মঙ্গলবার দিনভর মাইলস্টোন ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নয় ঘণ্টারও বেশি সময় কলেজ ভবনে অবস্থান করতে হয় প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলমকে। পরে পুলিশি নিরাপত্তায় তারা বেরিয়ে আসেন।

সোশাল মিডিয়ায় এই ঘটনার প্রেক্ষিতে তথ্য গোপন এবং স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠলেও প্রধান উপদেষ্টার কার্যালয় তা ‘অপপ্রচার’ বলে দাবি করে বিবৃতি দিয়েছে।

বুধবার সকালে এক ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো নিয়মিত তথ্য সরবরাহ করছে। সেনাবাহিনীও এই প্রক্রিয়ায় সহায়তা করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, হতাহতের সংখ্যা গোপনের কোনো প্রয়োজন বা অভিপ্রায় সরকারের নেই।”

প্রেস সচিব বলেন, “মাইলস্টোন কলেজে আমরা গিয়েছিলাম শোকাহত পরিবার এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-শিক্ষকদের পাশে দাঁড়াতে। অনেক শিক্ষার্থী তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্যসূত্রে ভিন্নতা থাকায় অসন্তোষ প্রকাশ করেছে।”

তিনি জানান, “আমরা টানা নয় ঘণ্টা সেখানে অবস্থান করেছি শুধুমাত্র শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জন্য। উপদেষ্টারা চাইলে আগেই সেখান থেকে ফিরে আসতে পারতেন, কিন্তু তারা জোর প্রয়োগ না করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করেছেন।”

প্রেস সচিব আরও বলেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাংবাদিকতা জীবনে বহু বড় দুর্ঘটনা কাভার করেছি। অভিজ্ঞতা বলছে, বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব। কারণ, প্রাথমিক তথ্য আসে পরিবার থেকে, পরে হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা নিশ্চিত করা হয়।”

দুর্ঘটনার পর নিহতদের শনাক্ত এবং তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। “এই কন্ট্রোল রুম থেকে কলেজের রেজিস্ট্রার রেকর্ড অনুযায়ী তথ্য হালনাগাদ করা হবে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরও এতে সম্পৃক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করছি, আজই এটি পূর্ণভাবে কার্যকর হবে।”

প্রেস সচিব বলেন, “সরকার এই ঘটনায় গভীরভাবে শোকাহত। এটি একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা নিহতদের শহীদ হিসেবে সম্মান জানাই। এই দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সরকার জাতীয় নিরাপত্তা জোরদারে দৃঢ়প্রতিজ্ঞ এবং বিমান দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।”

সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। আহত ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট