Sunday, September 7, 2025
Homeখেলা১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিতঘোষণা করল রেফারি এসোসিয়েশন

১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিতঘোষণা করল রেফারি এসোসিয়েশন

সিলেট জেলা স্টেডিয়ামে চলছে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আনঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫। দুটি ম্যাচে খেলোয়ারদের সাথে রেফারির অনাকাক্সিক্ষত ঘটনার জেরে ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিলেট জেলা রেফারি এসোসিয়েশন।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে এসোসিয়েশনের অফিসে সভা করে ১১ ফুটবলারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়া।
১১ ফুটবলার হলেন- গোয়াইনঘাটের নাইম, বিপ্লব ও শরিফ। বিশ্বনাথের সামসুদ্দিন, তাসিম, জাকির, হাফিজুর, সোহাগ হোসেন অন্তর, রুমেল, মাহেদুর ও জগলু।
গোয়াইনঘাট ও বিশ্বনাথের এই ১১ খেলোয়াড় সিলেট বিভাগের জেলা, উপজেলার কোনো মাঠে খেললে তাদের খেলা কোনো রেফারি পরিচালনা করবেনা বলে ঘোষণা দেয়া হয়। চার বছরের জন্য এমন নির্দেশনা বলবত থাকবে।
অন্যদিকে, সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের রেফারিরা ওই ১১ ফুটবলারের ম্যাচ পরিচালনা করলে তাকে সংগঠনের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। এমনকি অভিযুক্ত রেফারির সনদও বাতিল হতে পারে।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি হোসাইন আহমদ হাছান।
উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল আজিম, সদস্য আনোয়ার হোসেন সাজু, আনোয়ার মিয়া, সিরাজুল ইসলাম তালুকদার, কাওছার আহমদ, আমিনুল হক লিটন, আবু সুফিয়ান চৌধুরী, আব্দুল মুমিন ডালিম, আব্দুর নূর, মইনূল ইসলাম, রাজু, ইমরান হোসেন চৌধুরী ইমন, আমিনুল ইসলাম আমিন, জাহেদ মাস্টার, কাওছার, হাবিব হাসান কাসেম, বদরুল, জিয়া ও লুকু প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট