Sunday, July 13, 2025
HomeUncategorizedখেলাফত মজলিসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খেলাফত মজলিসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২২ এপ্রিল আয়োজিত মিছিল সমাবেশ সফলের আহ্বান

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও ভারতের মুসলিম বিদ্বেষী ওয়াকফ বিল বাতিলের দাবিতে আগামীকাল ২২ এপ্রিল, মঙ্গলবার, খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল এবং মহানগরীর থানা দায়িত্বশীলদের এক পরামর্শ সভা আজ ২১ এপ্রিল’২৫ সোমবার সন্ধ্যা ৭.০০ টায় অনুষ্টিত হয়। খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, জেলা শাখার ছাত্র ও কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, মহানগর শাখার সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, জেলা শাখার সহসভাপতি হাফিজ ফয়জুর রহমান ফয়েজ, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কতোয়ালী পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, বিমানবন্দর থানা সভাপতি কয়ছর আহমদ কাওছার, যুব মজলিস নেতা রায়হান আহমদ ও ছাত্র মজলিস নেতা খালেদ আহমদ প্রমুখ।
সভায় ২২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫টায় বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গেইট হতে জেলা ও মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সার্বিক শৃংখলা নিশ্চিত করণসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট