Tuesday, July 8, 2025
HomeSylhetসিলেট বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির আলোচনা সভা

সিলেট বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির আলোচনা সভা

দ্রুত নির্বাচনের মাধ্যমে মদিনা মার্কেটের ঐতিহ্য ফিরিয়ে আনার আশ্বাস-মালিক সমিতির

সিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতি উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  (২৬ এপ্রিল) শনিবার রাতে পশ্চিম পাঠানটুলা, মদিনা মার্কেটস্থ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেটের সর্বস্তরের মালিক সমিতির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাজী খলিলুর রহমান খান এর সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মুমিন এর পরিচালনায়,

সভায় বক্তব্য রাখেন, বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির সহ-সভাপতি শ্রী ননী গোপাল দত্ত, সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো: সাজ্জাদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক  মোঃ তাজ উদ্দীন, কোষাধক্ষ্য হাজী মোঃ মাসুক চৌধুরী, সদস্য হাজী মোহাম্মদ সেলিম আহমদ, মহসিন আহমদ, হাবিবুর রহামন,জামাল আহমদ, এম সায়েম খান, আব্দুল মতিন, মো: কবির আহমদ, মো: কামরুল ইসলাম, জাফর কবির, এম এ পাভেল অখন্তি, রইছ মিয়া।

বৃহত্তর মদিনা মার্কেট-মার্কেট মালিক সমিতির আলোচনা সভা চলছিল উক্ত সভায় আমির হোসেনের নেতৃত্বে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত হয়ে বাজার ও নির্বাচন নিয়ে মালিক সমিতির সম্মতি ক্রমে মালিক সমিতির আলোচনা সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এবং সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টা সকল সমস্যা সমাধান এবং দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য আহবান জানান তিনি ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা। এরই পরিপেক্ষিতে মালিক সমিতির নেতৃবৃন্দরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন, আমরা মালিক সমিতি পক্ষ থেকে ১০ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, কমিটির সবাই মিলে প্রধান উপদেষ্টা সঙ্গে যোগাযোগ করে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিষয় নিয়ে আলোচনা অথবা একটি সাধারণ সভা ডেকে সকল ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন গঠনের লক্ষ্যে আমরাই কাজ করে যাব ইনশাল্লাহ, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নগরী মদিনা মার্কেট ব্যবসায়ীর ঐতিহ্য ফিরিয়ে আনার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দরা। মালিক সমিতির নেতৃবৃন্দ আরো বলেন যে, আমরা সকল ব্যবসায়ী সবাই মিলে সকল সমস্যা সমাধান নিরসন করে একটি সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের চেষ্টায় কাজ করে যাবো ইনশাআল্লাহ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট