Thursday, July 10, 2025
HomeUncategorizedগাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেট জেলায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেট জেলায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সাবেক কেন্দ্রীয় অন্যতম ‘বৈছাআ’ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হত্যার উদ্দেশ্যে ন্যক্কারজনক হামলার ঘটনায় সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই ঘটনার প্রতিবাদে আজ রোববার (৪ মে) রাত ১০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিলেট জেলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা’র উদ্যোগে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন,
গণঅভ্যুত্থানের ১০ মাস পার হয়ে গেলেও জুলাই প্রকৃত অপরাধীরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। বিপ্লবীদের নিঃশেষ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফ্যাসিস্টরা, তারা জনগণের চোখে ধুলো দিয়ে গণতন্ত্রকে হত্যা করতে চায়।”

বক্তরা আরো বলেন, ইন্টেরিম বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই কারণ বার বার এইসকল হামলা হচ্ছে, তারা হামলাকারীদের গ্রেফতারের জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন না হলে তারা কঠোর আন্দোলন ডাক দেওয়ার হুশিয়ারী দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা “তুমি কে আমি কে — হাসনাত, হাসনাত!”
স্লোগান দিতে দেখা যায়— বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট