জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সংলাপে অংশ নিচ্ছে না জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার কিছু সময় পর আলোচনা শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। বিএনপির পক্ষে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে যোগ দিয়েছে, যাদের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়া এনসিপি থেকেও তিন সদস্যের একটি দল আলোচনায় অংশ নিয়েছে।
কমিশনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, জামায়াত আগেই জানিয়ে দিয়েছে তারা বৈঠকে অংশ নেবে না। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার লন্ডন সফরের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেওয়া এক যৌথ বিবৃতিতে জামায়াতের অবস্থান উপেক্ষা করা হয়েছে। এই কারণে তারা সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও পরে কমিশনের পক্ষ থেকে তাদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছিল।
উল্লেখ্য, ৩ জুন ঈদের আগে আয়োজিত পূর্ববর্তী সংলাপে জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সেদিন সকালে দলের সংবাদ সম্মেলনের কারণে তারা দুপুরে বৈঠকে যোগ দেন, যদিও সকালে দলের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত ছিল।