Monday, July 7, 2025
Homeআন্তর্জাতিকইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান কখনো আপস করবে না : আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান কখনো আপস করবে না : আয়াতুল্লাহ আলী খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, জায়নবাদী শাসকদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না এবং ইরান শক্ত প্রতিরোধের মাধ্যমে জবাব দেবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় খামেনি বলেন, “আমরা সন্ত্রাসী জায়নবাদীদের কঠোর জবাব দেবো। ইরান কখনোই মাথানত করবে না, এবং তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

এই মন্তব্যের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানের জবাব দিয়েছেন। এর মধ্যেই ইসরায়েল ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, ইসরায়েল এই দফায় ইরানের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে এবং তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। এছাড়া তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, যার সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সম্পর্ক রয়েছে, সেটিও লক্ষ্যবস্তু হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানায়, তারা ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। হামলার আগে ইরানি কর্তৃপক্ষ তেল আভিভের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায়।

এই ঘটনায় ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা পঞ্চম দিনে গড়াল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট