বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না। দলটি নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে এবং আইনের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নানা জুলুম ও নির্যাতনের মুখে থেকেও জামায়াতে ইসলাম কখনো নিজের হাতে আইন তুলে নেয়নি।
তিনি আরও বলেন, জামায়াতের ধৈর্য ও উদারতাকে কেউ দুর্বলতা মনে করলে তা হবে মারাত্মক ভুল। প্রতিটি জুলুম, নিপীড়ন ও অন্যায়ের জবাব দেওয়ার সক্ষমতা জামায়াতের আছে এবং ছিলও। কিন্তু দলটি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে এবং দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করেছে।
২০ জুন, শুক্রবার বিকেলে ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী-ডেমরা-কদমতলীর অংশবিশেষ) ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্বশীলদের সমাবেশ ও ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলাম কখনো জনগণের অধিকার হরণ করেনি। কিন্তু আজ এমন কিছু রাজনৈতিক শক্তিকে দেখা যায় যারা ক্ষমতার জন্য রাষ্ট্রীয় কাঠামো অকার্যকর করে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। সেবা সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে জনগণের দুর্দশা সৃষ্টি করতেও তারা পিছপা হয়নি। অথচ এসব কর্মকাণ্ডে নেতৃত্বের নিরবতা জাতির হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবসময় পাশে থেকেছে। দুর্যোগ, বিপদ-আপদ কিংবা সংকটে প্রথম সাড়া দিয়েছে জামায়াত। দলটি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে এবং বিশ্বাস করে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান মর্যাদার অধিকারী। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী একটি কল্যাণভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে সমর্থন দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ আসনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খান এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলী। এতে উপস্থিত ছিলেন জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ডেমরা দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম থানার আমিরগণ এবং সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।