Monday, July 7, 2025
Homeরাজনীতিসাবেক তিন সিইসি ও শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

সাবেক তিন সিইসি ও শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচন—২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনিয়ম ও কারচুপির অভিযোগে বিএনপি একটি মামলা করেছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের তিন মেয়াদের প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক চার আইজিপিও।
রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নম্বর–১১।

মামলার আসামিরা হলেন–
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল; সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার; সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা; তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী; তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী; তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার; সাবেক র‍্যাব ডিজি ও আইজিপি বেনজীর আহমেদ; সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক; সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলাম; ডিজিএফআই’র সাবেক প্রধান (নাম অজ্ঞাত); এনএসআই’র সাবেক প্রধান; ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম; বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল; কমিশনার আহসান হাবীব, আলমগীর হোসেন ও আনিছুর রহমান এবং তৎকালীন নির্বাচন সচিব (নাম অজ্ঞাত)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, অভিযোগে বলা হয়েছে— নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় তারা জনগণের ভোটাধিকার হরণ করে ভয়-ভীতি দেখিয়ে ভোট আয়োজন করেছেন এবং প্রার্থীদের জিতিয়ে দিয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।

বাদী সালাহ উদ্দিন খান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার, কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং গোয়েন্দা সংস্থার— এনএসআই, ডিজিএফআই, এসবির তৎকালীন প্রধানরা সম্মিলিতভাবে প্রশাসনিক নির্বাচন করেছেন। দিনের ভোট রাতে করে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তাই তাঁকেসহ মোট ১৯ জনকে সরাসরি আসামি এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে অভিযোগ দায়ের করেছি।

তিনি আরও বলেন, ২০১৮ সালেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হয়েছিল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সেই অভিযোগ নির্বাচন কমিশনে দেওয়া হয়, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ থানায় অভিযোগের সঙ্গে সেই চিঠির ছায়ালিপি ও প্রমাণাদি সংযুক্ত করে জমা দিয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট