নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে শাহ জাহান ভূঁইয়া নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সভাপতি।
জানা গেছে, প্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহ জাহান ভূঁইয়া ও তার অনুসারীরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দেওয়ায় রোববার বিকেলে শাহ জাহান ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সোহরাব হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে শাহ জাহান ভূঁইয়া বন্দুক উঁচিয়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। ঘটনাস্থলে সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও বন্দুকের বাট দিয়ে আঘাত করে আহত করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে অভিযুক্ত নেতার বন্দুক হাতে তর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে শাহ জাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কাছে থাকা বন্দুকটি জব্দের প্রক্রিয়া চলছে।