Monday, July 7, 2025
Homeরাজনীতিতারেক রহমানই ছিলেন জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে — মোর্শেদ হাসান খান

তারেক রহমানই ছিলেন জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে — মোর্শেদ হাসান খান

বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, “জুলাই বিপ্লবের নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যখন জাতি ছিল হতাশায় নিপতিত, দিশেহারা—তখন প্রবাসে থেকেও তারেক রহমান আশার আলো দেখিয়েছেন।”

তিনি আরও বলেন, “তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতার আহ্বান, ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে কেবল উপস্থিতি নয়—নেতৃত্ব মানে জনতার হৃদয়ে জায়গা করে নেওয়া।”

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিএনপি ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু করে। এ উপলক্ষে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত কর্মী ও সমর্থকদের পাশাপাশি ৬৩টি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। শহীদ পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং এক মিনিট নীরবতা পালন ও একটি ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে তাদের স্মরণ করা হয়।

অধ্যাপক মোর্শেদ বলেন, “আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও বক্তব্য আমাদের আন্দোলনে সাহস জুগিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে তার নেতৃত্বেই জাতিকে ঐক্যবদ্ধ রাখার নানা উদ্যোগ নেওয়া হয়। তিনি শুধু একজন দলীয় নেতা নন—তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণা, গণমানুষের আস্থা। তার নেতৃত্বেই আমরা দেখি একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন।”

তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে বহু নেতা-কর্মী গুম-খুনের শিকার হয়েছেন। খালেদা জিয়াকেও অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল। তবে তিনি কখনো আপস করেননি। জুলাই বিপ্লবের মাধ্যমে তার নিঃশর্ত মুক্তি আমাদের নতুন উদ্দীপনা দেয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা আজও অটল।”

শেষে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের শিক্ষা দেয়, গণতন্ত্র কারও অনুগ্রহে আসে না—এটি অর্জন করতে হয় সংগ্রাম, ত্যাগ আর ঐক্যের মধ্য দিয়ে। আমরা শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। শহীদ ও গুম হওয়া সকলের তালিকা প্রকাশ, বিচার এবং সম্মানজনক পুনর্বাসন চাই। আমাদের লক্ষ্য—জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন।”

তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং বলেন, “বাংলাদেশের কোটি মানুষ আজ তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট