Tuesday, September 9, 2025
Homeরাজনীতিইসলামপুর বাজার উচ্ছেদে কয়েস লোদীরআহ্বানে একদিনের সময় পেল ব্যবসায়ীরা

ইসলামপুর বাজার উচ্ছেদে কয়েস লোদীরআহ্বানে একদিনের সময় পেল ব্যবসায়ীরা

মঙ্গলবার (১ জুলাই) সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে সেনাবাহিনী ব্যবসায়ীদের ২ ঘণ্টার মধ্যে বাজার খালি করার নির্দেশ প্রদান করে। হঠাৎ এমন নির্দেশে বিপাকে পড়েন ব্যবসায়ীরা।
পরে ব্যবসায়ীদের অনুরোধে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এসময় তিনি সেনাবাহিনী কর্তৃপক্ষকে অন্তত একদিন সময় দেয়ার জন্য আহ্বান জানান।
তার আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনী কর্তৃপক্ষ ব্যবসায়ীদের ১ দিনের সময় প্রদান করেন। এতে ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন এবং রেজাউল হাসান কয়েস লোদীকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, শাহ পরান থানা বিএনপির সদস্য সচিব খুরশেদ আহমেদ খুশু, ৩২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আক্তার আহমদ, ৩৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম কাদির, যুবদল নেতা শওকত হোসেন, বিএনপি নেতা আলী আকবর খান সহ নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট