Tuesday, July 15, 2025
Homeরাজনীতিনারীদের অধিকার রক্ষা ও সামাজিক অবস্থান সুদৃঢ়করতে কাজ করছে বিএনপি: ইমদাদ চৌধুরী

নারীদের অধিকার রক্ষা ও সামাজিক অবস্থান সুদৃঢ়করতে কাজ করছে বিএনপি: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন মেয়েদের শিক্ষার হার বৃদ্ধি ও তাদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিলো ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কার্যক্রম, যেখানে মেয়েদের স্কুলে উপস্থিত থাকার বিনিময়ে পরিবারের জন্য চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হতো। ফলে দরিদ্র পরিবারের মেয়েরাও বিদ্যালয়ে আসতে উৎসাহিত হতো। তিনি বলেন, শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার শাসনামলেই নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়েছিলো, যা বাংলাদেশের নারীদের উন্নয়নে মাইলফলক হয়ে আছে। এ মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিয়ে আলাদা বাজেট বরাদ্দ ও কর্মপরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়েছে।
তিনি বৃহস্পতিবার (১০ জুলাই) ৬নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নারীদের অধিকার সংরক্ষণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জসিমের পরিচালনায় বক্তব্য রাখেন, বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান আক্তার লাকি, ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মো. মোস্তফা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সত্তার, সদস্য মো. বাচ্চু মিয়া, আনিসুর রহমান প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট