বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সভায় জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই-আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায়। এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যেসব শহীদ রক্ত দিয়েছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তারা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের জন্য আত্মোৎসর্গ করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এই সময় শহীদদের আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাদের রক্ত যেন বৃথা না যায়, এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে। পাশাপাশি গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা দিনার, জুনেদ, গাড়ি চালক আনসারসহ সকল নেতৃবৃন্দের সন্ধ্যান কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী হেলাল উদ্দিন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক এম ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন তরফদার, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদ, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, বিশ^নাথ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মতিন মেম্বার।
ওলামাদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মামুনুর রশীদ, সিদ্দিকুর রহমান, নজরুল ইসলাম, খছরু আহমদ, গোলাম কিবরিয়া, শামসুর ইসলাম মেম্বার, সেলিম আহমদ, হাফিজ আবুল কালাম, জালাল উদ্দিন, তোফায়েল ইসলাম, খসরুল আমিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুন নুর, শেখ মাওলানা আব্দুল হান্নান, ক্বারী খলিল উদ্দিন, মাওলানা আব্দুল হাফিজ, হাফিজ মাসুক আহমদ, ক্বারী মো. রাজন আহমদ। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, কৃষক দল, জাসাস সহ অন্যান্য সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।