Sunday, July 27, 2025
Homeমতামতসরকার পক্ষপাতদুষ্ট, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে: ভিপি নুর

সরকার পক্ষপাতদুষ্ট, নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে: ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) বিকালে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান নুরুল হক নুর।

তিনি আরও বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে। এসব বিষয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এছাড়াও আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। 

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুন প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট