Sunday, July 27, 2025
HomeSylhetসিলেটের জুলাই শহিদদের পরিবারের সঙ্গে এনসিপি প্রধানের সাক্ষাৎ

সিলেটের জুলাই শহিদদের পরিবারের সঙ্গে এনসিপি প্রধানের সাক্ষাৎ

স্বৈরশাসক হটানোর আন্দোলন- চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সিলেটে শহিদ হওয়া ১৬ জনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলের হল রুমে এ সাক্ষাৎ হয়।
এসময় শহিদদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এনসিপি প্রধান তাদের গভীর সমবেদনা জানান এবং শহিদদের বিচার ত্বরান্বিত করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রতি আশ্বাস প্রদান করেন।
এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের তত্ত্বাবধানে এবং জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নুরুল ইসলাম ও আলী আব্বাস শাহীনের সহযোগিতায় আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে আগত শহিদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
এর মধ্যে একটি শহিদ পরিবারে বেকারত্বের হার বেশি এবং একটি শহিদ পরিবার এখনো সরকারি সঞ্চয়পত্র পাননি।
এছাড়া গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারের দাবি- এই ৭ বীরের নামে স্থানীয় পৌরশহর এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের। তাছাড়া এখন পর্যন্ত ওই ৭টি পরিবার সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পাননি বলে তাদের অভিযোগ।
দাবি ও অভিযোগগুলো শুনে এনসিপি প্রধান নাহিদ ইসলাম সর্বাত্মক সহযোগিতা এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়ার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিপি সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরে সিলেট জেলা ও মহানগর এনসিপি’র পক্ষ থেকে শহিদদের পরিবারের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট