যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি টেকঅফের প্রস্তুতির সময় হঠাৎ করেই ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে জরুরি স্লাইড নামিয়ে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামি যাওয়ার কথা ছিল। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২:৪৫ মিনিটের দিকে রানওয়েতে প্লেনের চাকা থেকে ধোঁয়া ও আগুন দেখা গেলে পাইলট সঙ্গে সঙ্গে টেকঅফ বাতিল করে প্লেন থামান। পরে জরুরি সহায়তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় প্লেনে থাকা ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যকে জরুরি স্লাইড ব্যবহার করে বের করে আনা হয়। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলে ছয়জন যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হালকা আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়।
বিমানবন্দরে অস্থায়ীভাবে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে এবং কিছু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। বর্তমানে আমেরিকান এয়ারলাইনস বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং জানায়, যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনার পর মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানে বারবার এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে, যা এভিয়েশন সেফটির জন্য বড় সতর্কবার্তা।