Sunday, September 7, 2025
HomeSylhetসিলেট ল’কলেজ ছাত্রদলের আনন্দমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

সিলেট ল’কলেজ ছাত্রদলের আনন্দমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার আওতাধীন সিলেট ল’কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় এক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় নব-নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব ও সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না-এর নেতৃত্বে আনন্দ মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সোবহানীঘাট ইবনেসিনা পয়েন্ট গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নবগঠিত এই কমিটির ঘোষণা উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট জেলা সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, মহানগর ছাত্রদলের সহ আইন বিষয় সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সমাবেশে সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ শোয়েব বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আমরা ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিয়ে একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। প্রতিকূলতা অতিক্রম করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।”
সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না বলেন, “ছাত্রদল এ দেশের সাধারণ ছাত্র-ছাত্রীদের আশা-আকাক্সক্ষার প্রতীক। সিলেট ল’কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে।”
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, আল আমিন উল্লাহ, এমরান আহমদ রুদ্র, শওকত হোসেন জুয়েল, আল আমিন, মুস্তাফিজুর রহমান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মুস্তাক আহমদ, আব্দুস সামাদ আজাদ, মো. মনিরুজ্জামান, ফয়জুল হাসান, রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক, তোফায়েল আহমদ, হেলাল আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক মাসনুনা আক্তার আঁখি, শাহীন আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট