বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ‘নিখোঁজ’ সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার সাথে যুক্তরাজ্য যুবদলের কমিটিতে স্থান পাওয়া বিশ্বনাথের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভার্চুয়ালি এই মতমিনিময়ে অংশ নেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ সম্প্রতি নবগঠিত যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পদে বিশ্বনাথ উপজেলার স্থান পাওয়া নেতারা।
সভায় যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, সিনিয়র সদস্য জিয়াউল ইসলাম জিয়া, সহ সভাপতি আবু তাহের, আব্দুল ওয়াহিদ আলমগীর, লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, আব্দুল কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক আতিক রহমান মিয়া, শেখ হারুন রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম, মো. মাছরুল হোসেন ও কোষাধ্যক্ষ বেলাল আহমদ।
প্রানবন্ত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি তাহসিনা রুশদির লুনা প্রথমেই বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে চলমান সাধারণ সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুবদলের অভিভাবক তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত যুক্তরাজ্য যুবদলের বিশ্বনাথ উপজেলার সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সাথে তাদেরকে যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন পদে মূল্যায়ন করে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীকে ধন্যবাদ জানান।
তাহসিনা রুশদীর লুনা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথের রত্নগর্ভা মায়ের সন্তান এবং উনার স্বামী এম ইলিয়াস আলীর হাতে গড়া জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন কমিটিতে নেতৃত্ব প্রদানকারী সাবেক ছাত্রনেতারা প্রবাস জীবনেও দেশ ও জাতির কল্যাণে এবং জাতির দীর্ঘদিনের ক্লান্তিকালে যুক্তরাজ্য যুবদলসহ বিভিন্ন সংগঠনে সক্রিয় অংশগ্রহণ করায় তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বনাথের প্রবাসী যুবসমাজের সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বনাথের যারা যুক্তরাজ্য যুবদলের নতুন কমিটিতে অন্তর্ভূক্ত হতে পারেননি তাদেরকে বিভিন্ন জোনাল কমিটিতে সঠিক মূল্যায়ন করে অন্তর্ভুক্ত করার আহবান জানান এবং উপস্থিত নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য যুক্তরাজ্য যুবদল ও এর সকল জোনালের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি শক্তিশালী টিম বাংলাদেশে যাবে। বিজ্ঞপ্তি