Thursday, September 18, 2025
Homeজীবনযাপনবৈচিত্রের বাংলাদেশেসম্প্রতির ইতিহাস অনন্য

বৈচিত্রের বাংলাদেশেসম্প্রতির ইতিহাস অনন্য


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বৈচিত্রের বাংলাদেশে সম্প্রতির ইতিহাস অনন্য। দেশের শান্তি সম্প্রতি বজায় রেখে ধর্মে-বর্ণে ভিন্নতা থাকলেও সকল ধর্মের মানুষ একে অন্যকে সম্মান করে যা পৃথিবীতে বিশেষ করে আধ্যাত্মিক নগরী সিলেটে এক অনন্য উদাহারণ সৃষ্টি করেছে।
শারদীয় দূর্গাপূজা-১৪৩২ উপলক্ষ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শারদা স্মৃতি ভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে বার্ষিক প্রতিনিধি সভা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশের যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং যেকোন সমস্যায় প্রশাসক ও মনিটরিং সেলের সদস্যদের সাথে যোগাযোগ করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মুত্যুঞ্জয় ধর ভোলা। বক্তব্য রাখেন মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
সভায় স্ব স্ব পূজা মন্ডপ কর্তৃক পূজার আয়োজন ও উদযাপনে স্থানীয় প্রশাসন, সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলাবাহিনী এবং ছাত্রনেতৃবৃন্দ, সাংবাদিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শারদীয় দূর্গাপূজা উদযাপনে সম্পৃক্ত করতে হবে। পূজামন্ডপে সাউন্ড সিস্টেম, মন্ডপের ভিতরে পরিমিত শব্দে ধর্মীয় গান ও মন্ত্রমাঠের জন্য বাজাবেন। ঢাক, ঢোল, দ্বারা বাদ্যযন্ত্র ব্যবহার করবেন। উচ্চ শব্দে মাইক ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং রাত ১২টা থেকে সকল প্রকার সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। কারো ধর্মানুভূতিতে আঘাত লাগে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকবে এবং আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ থাকবে। সিলেট শহরের ঐতিহাসিক চাঁদনীঘাটে প্রতিবারের ন্যায় সুবোধ মঞ্চ থেকে প্রতিমা বিসর্জন নিয়ন্ত্র করা হবে। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। উপজেলা পর্যায়ে সূর্যাস্তের পূর্বেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।
পবিত্র গীতা পাঠ করেন জেলা শাখার সদস্য রতন কান্তি দাস। শোক প্রস্তাব পাঠ করেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেল কর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ ঋশিকেশ ধর, জেলা প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কোষাধ্যক্ষ বিদ্যুত কান্তি সেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চক্রবর্তী লিটন, মহানগর কোষাধ্যক্ষ ডিজি রুমু, দপ্তর সম্পাদক হারাধন দেব প্রবাস, সাংগঠনিক সম্পাদক অরুন কুমার বিশ্বাস, সাবেক বাগানবেনী সভাপতি প্রবাস মহালী, মহানগর সদস্য নন্দন চন্দ্র পাল, সাংস্কৃতিক সম্পাদক রকি দে, জকিগঞ্জ শাখা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, কানাইঘাট সভাপতি ভজন লাল দাস, গোয়াইঘাট সভাপতি সুবাস পাল ছানা, ফেঞ্চুগঞ্জ সভাপতি বিজন দেব নাথ, গোলাপগঞ্জ সা: সম্পাদক অধ্যাপক রজত কান্তি দাস, বিয়ানীবাজার সা: সম্পাদক রিপ্লব চক্রবর্ত্তী, জৈন্তাপুর সাধারণ সম্পাদক দুলাল দেব, কোম্পানীগঞ্জ সা: সম্পাদক প্রকাশ বিশ্বাস, বিশ্বনাথ সা: সম্পাদক ভিবাংশু গুন ভিবু, কতোয়ালী থানা সভাপতি এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত ভিবু, এয়ারপোট সভাপতি নান্টু রঞ্জন সিংহ, শাহপরাণ সভাপতি বিরেশ দেব নাথ, গোলাপগঞ্জ সা: সম্পাদক বিশ্বজিত দাস, দক্ষিণ সুরাম সা: সম্পাদক নিখিল মালাকার, জালালাবাদ সা: সম্পাদক স্বপন কুমার দাস, ছাত্র ঐক্য পরিষদ সিলেট জেলা সদস্য সচিব মিথিন পাল প্রান্ত প্রমুখ। বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট