দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা উভয়েই ‘সেনাবিদ্বেষী’ ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, “শেখ হাসিনা পারিবারিকভাবে সেনাবিদ্বেষী ছিলেন। পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার পর বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নিতে তিনি তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের দিকে পদক্ষেপ নেন।” তিনি আরও বলেন, এ সকল ঘটনা একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অংশ ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান। এই মামলায় তিনি ৪৬তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। একই দিনে আরও একজন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তারা উপস্থিত হতে না পারায় ট্রাইব্যুনালে সময় চেয়ে আবেদন করেন, যা পরে গৃহীত হয়।
এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ছয়জন এবং ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন।