Thursday, September 18, 2025
Homeরাজনীতিসিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিকজোট ২০৯৭ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিকজোট ২০৯৭ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক শ্রমিক জোট (রেজিঃ নং চট্ট-২০৯৭)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বাস টার্মিনালের সেট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আলীম ভাসানী এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির। উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আব্দুল আলীম ভাসানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু মিয়া। তিনি বলেন, “সিলেটের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে সিএনজি নাম্বার ও চালকদের লাইসেন্স জটিলতার কারণে শ্রমিকরা চরম ভোগান্তিতে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি। শ্রমিকদের ঐক্য অটুট থাকলে যেকোনো দাবি আদায় সম্ভব। মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হলে সড়ক পরিবহন খাত আরও শক্তিশালী হবে।”
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এছাড়া বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২১৫৯)-এর কার্যকরী সভাপতি মোঃ আব্দুস সালাম, ২০৯৭ এর বর্তমান কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন ও সাবেক সভাপতি মতসির আলীসহ আরও অনেকে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সানর মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার মিয়া, প্রচার সম্পাদক সেবুল মিয়া, কার্যকরী সদস্য উমেদুর রেজা চৌধুরী শামিম, ময়নুল ইসলাম মেরু, ময়নুল ইসলাম ইরন, মোঃ সবুজ মিয়া, সাহেলসহ বিভিন্ন উপ-পরিষদের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক।
এ সভায় আগামী ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক হাজী ময়নুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করে এ কমিশন গঠন করা হয়।
সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিবহন শ্রমিকদের দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট