Monday, October 20, 2025
HomeSylhetস্কলার্সহোম ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর আন্দোলনে শিক্ষার্থীরা, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি 

স্কলার্সহোম ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর আন্দোলনে শিক্ষার্থীরা, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ দাবি 

সিলেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের (১৯) অস্বাভাবিক মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। তার এ মৃত্যু আত্মহত্যা নয়, বরং ‘আত্মহত্যায় প্ররোচিত’ অভিযোগ করে উত্তাল হয়ে ওঠে শাহী ঈদগাহ ক্যাম্পাস। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থী-অভিভাবকরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় দানিয়ালের সহপাঠীরা তার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের পাশাপাশি বেশ কিছু দাবি তুলেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ; শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক তাইবাকে অপসারণ; ভবিষ্যতে কোনও শিক্ষার্থীকে হেনস্তা না করা; মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণে বাধাগ্রস্ত না করা।

পাশাপাশি কলেজের নোটিশ বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ বিবৃতি প্রকাশ; অভিভাবকের সঙ্গে অসদাচরণ বন্ধ ও শিক্ষার্থীবান্ধব নীতি গ্রহণ; পরীক্ষার রুটিন তৈরিতে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া; শিক্ষকের ব্যক্তিগত আক্রোশ বন্ধ করা ও ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট