Sunday, October 19, 2025
Homeআন্তর্জাতিকআন্দোলনে উত্তাল লাদাখে কারফিউ জারি

আন্দোলনে উত্তাল লাদাখে কারফিউ জারি

ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে সহিংসতা ছড়িয়ে পড়ার পর রাজধানী লেহ-তে কারফিউ জারি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মর্যাদা ফেরত চেয়ে আন্দোলনে নামলে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হন।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং একটি পুলিশ গাড়ি পুড়িয়ে ফেলে। এতে অন্তত ৩০ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

ঘটনার জন্য পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বেকারত্ব ও হতাশাই তরুণদের উত্তেজনার মূল কারণ। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখের রাজ্যের মর্যাদা, সাংস্কৃতিক ও ভূমি-সম্পদের নিয়ন্ত্রণ ফেরানোর দাবিতে আন্দোলন করছেন।

২০১৯ সালে জম্মু-কাশ্মীরকে ভেঙে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। তখন থেকেই বৌদ্ধপ্রধান লেহ ও মুসলিম-অধ্যুষিত কারগিল জেলার জনগণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে।

কেন্দ্রীয় সরকার বলছে, তারা নিয়মিত স্থানীয় নেতাদের সঙ্গে সংলাপ চালাচ্ছে এবং এ থেকে অগ্রগতি হয়েছে। তবে কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মহল পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত।

আগামী ৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের গঠিত কমিটি স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে। এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার নতুন করে আলোচনায় বসা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট