Sunday, October 19, 2025
Homeঅপরাধচাঁদাবাজিতে বাধা দেয়ায় পুলিশ সুপারের উপর হামলা

চাঁদাবাজিতে বাধা দেয়ায় পুলিশ সুপারের উপর হামলা

নরসিংদীতে রিকশা চালক এবং রাস্তায় চলাচলরত যানবাহন থেকে চাঁদা তুলার সময় বাধা প্রদান করা হলে হামলার শিকার হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামিম আনোয়ার।

নরসিংদী সদরের আড়শি নগরে এই ঘটনা ঘটে। শনিবার সকাল থেকে রাস্তায় চলাচল করা যানবাহন থেকে বিভিন্ন নামে বেনামে চাঁদা আদায় করা শুরু করে দুস্কৃতিকারিরা। এসময় স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিম আনোয়ার সেখানে এসে উপস্থিত হন। এক পর্যায়ে তিনি উক্ত চাঁদাবাজদের বাধা প্রদান করেন এবং ২জন চাঁদাবাজকে গ্রেফতার করেন।

তবে রাস্তায় থাকা যানবাহন থেকে চাঁদা তুলা অব্যাহত রাখে তারা। এক পর্যায়ে বেপরোয়া হয়ে গ্রেফতারকৃত ২ চাঁদাবাজকে ছাড়িয়ে নিতে হামলা চালানো হয় পুলিশের উপর। এসময় হামলাকারীদের বাধা দিলে অতিরিক্ত পুলিশ সুপার শামিম আনোয়ারের উপর হামলা করে দুস্কৃতিকারীরা। মারাত্বকভাবে আহত হন শামিম আনোয়ার। এসময় কয়েকজন দুস্কৃতিকারী লাটিসোটা নিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি সেখানেই লুটিয়ে পড়েন। এমতাবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে প্রেরন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট