Sunday, October 19, 2025
Homeরাজনীতিজরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি

জরিপে জামায়াতের ভোট বাড়লেও নির্বাচনে জয়ী হবে বিএনপি

জরিপে জামায়াতে ইসলামীর ভোট বাড়লেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা রুমিন ফারহানা। সম্প্রতি একটি টকশোতে জরিপ ও নির্বাচন প্রসঙ্গে দলটির নেত্রী দাবি করেন, জরিপ নির্বাচনে পার্থক্য গড়ে দেবে না। 

রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসবে যে যে দল যার যার পক্ষে তার তার মত করে কথা বলবে। আমরা অনেকগুলো জরিপ এর মধ্যে প্রকাশিত হতে দেখেছি। লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলা ব্যবহার করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন পেতে যাচ্ছি, এটা বলবার কোনো অর্থ নাই।’

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবে ৪১ শতাংশ। এই ৩১ শতাংশ বনাম ৪১ শতাংশ ব্যবধান প্রসঙ্গে রুমিন বলেন, জামায়াতের ব্যবধান কমেছে নিশ্চয়ই। যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো এই মুহূর্তে মাঠে নাই। আওয়ামী লীগের ভোটটা তো কোন না কোন পক্ষের কাছে যাবে। একটা অংশ কোথাও যাবে না নিশ্চিতভাবেই। তারা নৌকা ছাড়া আর কোন প্রতীকেই ভোট দেবেন না। সেই অংশটাকে বাদ দিলাম। বাকি যে অংশটা তারা হয়তো জামায়াতে কেউ ভোট দেবে, কেউ এনসিপিকে দেবেন হয়তো কিংবা কেউ হয়তো ধানের শীষে ভোট দেবেন। প্রত্যেকেরই কিন্তু তার তার রেশিও অনুযায়ী বেড়েছে।’

একটি জরিপে এগিয়ে থাকাই জামায়াতকে নির্বাচনে এগিয়ে রাখবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এখন জামাতের যে উল্লম্পনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে। তবে সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্পন আমরা দেখি নাই। কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে। আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে। একটা জরিপের আসলে অনেকগুলো ব্যাপার থাকে। অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা, সেখানে গিয়ে অনেক কিছুই ওলট-পালট হয়ে যায়।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট