সড়ক যোগাযোগ-আকাশ-রেলপথ-বিদ্যুৎ বিপর্যয়-পানি সংকটসহ সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সিলেটের অন্যান্য সংগঠনের সাথে একাত্বতা পোষণ করেছেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের নেতৃবৃন্দ।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিলেট সহ একই দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সমাবেশে যোগদেন তারা। আমাদের রংপুরবাসীর আরো একটি দাবি সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে সুনামগঞ্জ-মংমনসিংহ-যমুনা সেতু পর্যন্ত মহাসড়কের দাবি। সেই সাথে রেলপথ সংযোগ রাখার জন্য বিশেষভাবে দাবি জানাচ্ছি।
উক্ত অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনূস আলী, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মামুন হাসান, কার্যকরি কমিটির সদস্য শাহারুল মন্ডল, শফিক আহমদ, বেলাল আহমদ, রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি