Sunday, October 19, 2025
Homeপ্রতিবাদেড ইউনুসের ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, চলমান মব, ধর্ষন ও ইউনুসের পদত্যেগের দাবিতে...

ড ইউনুসের ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, চলমান মব, ধর্ষন ও ইউনুসের পদত্যেগের দাবিতে লন্ডনে মানববন্ধন।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানবাধিকার সংগঠন ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ এর উদ্যোগে ড ইউনুসের পদত্যাগের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সেক্রেটারি আল জাবের আহমেদ রুম্মান এর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়।

 উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী শরিফ আলম, রাফি বিন কামাল, মোঃ সাইফ আহমেদ চৌধুরী, রাবিউল হাসনাত শাওন, মারজান আহমেদ, মুসলেহুর রহমান বাবলা, মারুফ উদ্দিন।

বক্তারা বলেন, বাংলাদেশে চলমান গুম, খুন, ধর্ষন দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমান ইন্টেরিম সরকার ও তার প্রশাসন শুধু মাত্র বিরোধী দল দমনে ব্যাস্ত সময় পার করছে। প্রতিদিন পত্র পত্রিকায় অসংখ্য রাহাজানির খবর আসতেছে। প্রায় দুইশ এর অধিক আওয়ামীলীগ নেতাকর্মী জেল হেফাজতে মৃত্যুবরন করেছেন। যা মানবাধিকারের চরম লংঘন হয়েছে। এসময় বক্তারা আরো বলেন, রাজনৈতিক দলগুলো এখন শুধুমাত্র চাঁদাবাজি আর খুনের রাজনীতি করে যাচ্ছে। প্রসাশনের সহায়তায় বিরোধী মতাদর্শের লোকজনকে নানাভাবে অপদস্থ করাই তাদের মূল এজেন্ডা। বাংলাদেশকে একটি আরাজকতার কারখানায় রুপান্তর করেছে বর্তমান সরকার। অনতিবিলম্বে এই সরকার পদত্যাগ করে একটি সুষ্ট সুন্দর সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার দাবি জানান তারা।

উক্ত সভায় অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোঃ জাকারিয়া, মোঃ মেহেদি হাসান মিশাল, জাকির হুসেন, মোঃ জাহান আহমেদ, হুসাইন আহমেদ, মোহাম্মদ  আরিফুল ইসলাম, বদরুদ্দোজা আকাশ, আক্তার হোসেন মুন্না , আবুল মনজুর মিজান, মো কবির হোসেন, এমরান  উদ্দিন, সৈয়দ কারিম রায়হান, জুবায়ের আহমদ সানি, মোহাম্মদ নাজিম, কাওছার আহমেদ,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট