গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সিলেটে প্রথম শহীদ গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর ২য় মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার) নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর নিজ বাড়িতে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দিনের শুরুতে সিলেট জেলা যুবদল ও স্থানীয় নেতৃবৃন্দ মরহুম জিলু আহমদ দিলুর গ্রামের বাড়িতে যান। সেখানে তাঁরা মরহুমের কবর জিয়ারত করেন এবং কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় নেতারা গভীর শ্রদ্ধাভরে জিলু আহমদ দিলুর আত্মত্যাগ স্মরণ করেন।
পরিবারের পক্ষে আয়োজিত দোয়া মাহফিলে জিলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই শোক ও দোয়া মাহফিলে সিলেট জেলা ও উপজেলা যুবদল ও বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাঠোয়ারী রিপন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেলু, সিলেট জেলা যুবদলের ১ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজু, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মানুন আহমদ রিপন, যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সদস্য কাওছর আহামস ও আব্দুল জলিল সমায়ুন সহ স্থানীয় যুবদল ও বিএনপি নেতারা।
বক্তারা জিলু আহমদ দিলুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁরা জিলুর মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতা-কর্মীদের অনুপ্রাণিত করবে বলে উল্লেখ করেন। পাশাপাশি তাঁর মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের এই সদস্য ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি-ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় মারা যান। যুবদলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে পুলিশের গাড়িচাপা ও পরবর্তীকালে হেফাজতে নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে সেসময় জানিয়েছিল, পিকেটিংয়ের সময় পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে। বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ যুবদল নেতা শহীদ জিলু আহমদ দিলুর ২য় মৃত্যুবার্ষিকীপালিত: কবর জিয়ারত ও দোয়া মাহফিলে শোক ও শ্রদ্ধা
RELATED ARTICLES

