সিলেট প্রতিনিধি॥
আলহামদুলিল্লাহ! নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (NEUB), সিলেট-এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠকরা।
আয়োজকরা জানান, কোরআন শরীফ বিতরণের এই ক্ষুদ্র প্রচেষ্টা জ্ঞানের আলো ও নৈতিকতার বার্তা ছড়িয়ে দিতে একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকে নেওয়া উদ্যোগ।
পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ তায়ালার বাণী—যা মানবজাতির জন্য সর্বোত্তম পথনির্দেশ।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
“তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
— (সহীহ বুখারী)
আয়োজনে উপস্থিত সবাই কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন দ্বীনি উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

