সিলেট, ২০ সেপ্টেম্বর ২০২৫:
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর সিলেট মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি অনুমোদন দিয়েছেন নিসআ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদ হাসান শান্ত।
যুগ্ম আহ্বায়করা:
জি এম আখতারুজ্জামান সিফাত, বদরুল আলম চৌধুরী, তৌফিক ওমর তানভীর, মোঃ মাহমুদ রেজা সৌরভ, রামিসা আক্তার সুমাইয়া, মোঃ আবদুল্লাহ আল নোমান, মিফতাহুল হাসান মেহেদী ও মাহদী আশফাক।
সদস্য সচিব:
ছফির উদ্দিন।
যুগ্ম সদস্য সচিবরা:
তাহমিনা আক্তার, এহসান আহমেদ, মোঃ আব্দুর রহমান খান সোহাগ, অনিক হাসান, আরিফ হাসান, রানা পারভেজ, মোঃ জুবেল আহমদ ও মোঃ তারেক মিয়া।
কার্য নির্বাহী সদস্যরা:
মোঃ আবু তালহা, রেজাউল হক ইমন, জুবায়ের আহমেদ, মোঃ মেহেদী হাসান হিরা, মোখলেছুর রহমান মুন্না, মোঃ মাসুম প্রধানীয়া, ইয়াহিয়া, মোঃ কামরুল হাসান শিহাব, রেশাদুল হক, রায়হান আহমেদ তালুকদার, ওয়ালিদ ইবনে আহসান, ফরহাদ খান জিসান ও তাহমিদ রহমান ফাহাদ।
উল্লেখ্য, সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও সাধারণ সম্পাদক তানজিদ সোহরাব-এর অনুমোদনে গঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাস সিলেট মহানগরে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর কার্যক্রম পরিচালনা করবে।